সৌদিতে নিখোঁজের চার মাস পর মিলল প্রবাসী বাংলাদেশির লাশ

প্রতি বছর বাংলাদেশ থেকে বহু সংখ্যক লোক সৌদি আরবে হজ পালন করতে যান। সেখানে অনেক বাংলাদেশির মৃত্যু হয় । তবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে নিখোঁজের চার মাস পর বাংলাদেশি এক হাজীর লাশের উদ্ধার করা হয়েছে।তার নাম আজিজার গোলদার (৭৫)।

আরাফাত ময়দানের মরুভূমি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেখানকার পুলিশ গত ২৩ নভেম্বর তার লাশ উদ্ধার করেন। নিহত আজিজারের জামাতা মো. শাহ আলম শিপন বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। আজিজারের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে।

তিনি জানান, খুলনার লিমা ট্রাভেলসের মাধ্যমে পবিত্র হজ পালনের উদ্দেশে তার শ্বশুর আজিজার গোলদার সৌদি আরবে গেলে গত ২১ আগস্ট থেকে সে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এমনকি সংশ্লিষ্ট ট্রাভেলস এজেন্সিও তার সন্ধানে কোনও সহযোগিতা করতে পারেনি। একপর্যায়ে তার ফিরে আসার আশা ছেড়ে দেন স্বজনরা। এর মধ্যে নিখোঁজের চার মাস পর বুধবার (১৯ ডিসেম্বর) তার শ্বশুরের (আজিজার গোলদার) লাশের সন্ধান পাওয়ার খবর আসে সৌদি থেকে।

বাংলাদেশের অসুস্থ হাজীদের সন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান হোসেন ঢাকা থেকে প্রথমে তার স্বজনদের এ খবর দেন।এদিকে নিহত হাজীর স্বজনদের অনুমতি পেলে সৌদিতেই তার দাফন হবে বলেও জামাতা শিপন জানান।