ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত


নির্বাচনী প্রক্রিয়া ঠিক রাখতে হলে সব পক্ষকে সহিংসতা বর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট মিলার।

বুধবার রাজধানীর এক অভিজাত হোটেলে ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মিলার বলেন, সহিংসতামুক্ত নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের৷ গতকাল বিএনপির সঙ্গে বৈঠকের পর যে বক্তব্য তিনি দিয়েছিলেন আজকেও একই বক্তব্য বলে জানান মিলার৷

বৈঠক শেষে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, আজকে মূলত সেরকম আনুষ্ঠানিক বৈঠক ছিলো না। আমরা এবার নির্বাচনে যাচ্ছি, ইশতেহার ঘোষণা করেছি। তা ছিলো বাংলায়। তা আমরা বিদেশি কূটনৈতিকদের দিয়েছি এবং ইশতেহারের মূল বিষয়, আমরা কী করতে চাই তা তাদেরকে জানিয়েছি।

এছাড়াও আমরা কিভাবে বাধার মুখোমুখি হচ্ছি, হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছি তা জানিয়েছি।

কূটনৈতিকদের বক্তব্য কী ছিলো জানতে চাইলে রিপন বলেন, বিদেশি কূটনীতিকরা সাধারণ শুনেন, বুঝেন কিন্তু তারা কোনো মন্তব্য করেন না।