কারা দেশ ছেড়ে পালাচ্ছে, খোঁজ নিতে বললেন রিজভী

কারা দেশ ছেড়ে পালাচ্ছে তাদের খোঁজ নিতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন, গত দশ বছরে আওয়ামী লীগের লোকেরা যত লুটপাট করেছে তার সমস্ত অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও এখন কোটি কোটি টাকার মালিক। জনগণের কাছে লুটপাটের পাই টু পাই হিসেব রয়েছে। আপনারা দেখবেন, লুটপাটকারী আওয়ামী লীগের কিছু নেতা ইতিমধ্যে দেশ ছেড়েছে, তারা দেশে ফিরছে না। অনেক নেতাকর্মী ভিসা-টিকিট লাগিয়ে রেখেছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনারা গণমাধ্যমের কর্মী, আপনারা যাচাই করে দেখুন-জানুয়ারি পর্যন্ত সমস্ত এয়ারলাইন্সের টিকিট বুক হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখুন-এরা কারা, এরা দেশ ছাড়ার প্রস্ততি নিচ্ছে কি না, খোঁজ নিন। জনগণের টাকা আত্মসাতকারীরা এখন দিশেহারা হয়ে পড়েছে নির্বাচনের পরে কী হয়, এই আতঙ্কে। ‘

সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে প্রার্থীসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা-মামলা ইত্যাদি নির্যাতনের চিত্র তুলে ধরেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘চট্টগ্রাম মহানগরে ইপিজেড থানা পুলিশ রাত্রে ইপিজেড এলাকায় হানা দেওয়ার সময় আতঙ্কিত হয়ে ছাত্রদল নেতা মো. রাসেল একটি দালানে উঠে পড়ে। পরে পুলিশ তাকে ধাওয়া করলে সে ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করে। এ বিভিষিকা আর কতদিন চলবে।’

ধানের শীষের প্রার্থী নরসিংদী-২ আসনে ড. আবদুল মঈন খানের ওপর পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা নারকীয় আক্রমণ, ঢাকা-৬ আসনের সুব্রত চৌধুরীর হামলা, নোয়াখালীতে-২ আসনের জয়নুল আবদীন ফারুক, নাটোর-২ আসনে সাবিনা ইয়াসমিন ছবি, ভোলা-২ আসনের হাফিজ ইব্রাহিম, টাঙ্গাইল-৩ আসনে লুৎফর রহমান খান আজাদ,

মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী এস এম কবির জিন্নার ওপর গণসংযোগকালে হামলা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা মোট ১২টি বাড়ি ভাংচুরসহ ব্যাপক তাণ্ডব চালায়। মহিলাদের শ্লিলতাহানী করা হয়েছে। এতে গুরুতর আহত বেশ কয়েকজন মহিলা ও পুরুষ।’–আমাদেরসময়