ড. কামালের সঙ্গে নেই ফখরুল

বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবর্গ সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণ করেছিল। তবে আজ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়নি।

এদিন আলাদা আলাদা ভাবে বিএনপি এবং ঐক্যফ্রন্ট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে ঐক্যফ্রন্টের ব্যানারে ড. কামাল হোসেন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

রবিবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

অপরদিকে ঐক্যফ্রন্টের ব্যানারে কামাল হোসেন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ড. কামালের সঙ্গে ছিলেন মোস্তফা মহসীন মন্টু ও নজরুল ইসলাম খান।

ঐক্যফ্রন্টের সমন্বয়কারী মির্জা ফখরুল বরাবরই নিজেকে ড. কামালের ভক্ত হিসেবে প্রমাণ করে এলেও আজ তিনি ড. কামালের সঙ্গে ছিলেন না।

এর আগে গত শুক্রবার বুদ্ধিজীবীদের প্রতি সম্মান দেখাতে ঐক্যফ্রন্টের নেতারা একত্রিতভাবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান। সেখানে একজন সাংবাদিক ড. কামালকে জামায়াত ইস্যুতে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হন। এবং ওই সাংবাদিককে দেখে নেওয়ার হুমকিও দেন। পরে অবশ্য ক্ষমাও চান ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হওয়ায় ড. কামাল ও তার ঐক্যফ্রন্ট রীতিমতো বিতর্কের মুখে পড়েছেন। তাই যে কোন ধরনের সমালোচনা থেকে বিএনপিকে দূরে রাখতেই আজ মির্জা ফখরুল ড. কামালের সঙ্গে না গিয়ে আলাদাভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।–বিডিজার্নাল