নির্বাচনি প্রচারে সংঘর্ষে প্রার্থীসহ আহত শতাধিক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতার ঘটনা। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার রাত ও গতকাল বুধবারও বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলায় প্রার্থীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে বিএনপির দুই প্রার্থী আফরোজা আব্বাস ও আমী খসরু মাহমুদ চৌধুরীর প্রচারে হামলা হয়েছে। ঢাকা-১ আসনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিএনপি কর্মীদের। এ ঘটনায় বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাককে আটক করা হয়েছে। এ ছাড়া খুলনায় গণসংযোগকালে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক। ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

ঢাকা : বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-৯ নির্বাচনী এলাকার বৌদ্ধমন্দির এলাকায় আফরোজা আব্বাসের প্রচারে হামলা করে ছাত্রলীগ। এ ছাড়া রাজধানীর মাদারটেক এলাকায়ও আফরোজার গাড়িবহরে হামলা চালানো হয় বলে জানান বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ।

এ ছাড়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, ঢাকা-৬ আসনের মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশীদের বাহিনী গে-ারিয়ায় তার দপ্তর ভাঙচুর করেছে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম-১১ আসনে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট সড়কে বিএনপি প্রার্থী আমীর খসরুর নির্বাচনী প্রচারে গতকাল হামলা চালায় একদল যুবক। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়। বিএনপির অভিযোগ হামলাকারীরা ছাত্রলীগের।

দোহার-নবাবগঞ্জ : ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসনে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দোহারের লটাখোলা এলাকার নতুন বাজারে বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাকের গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আবু আশফাকসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে। পুলিশের লাঠিচার্জে আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী।

খুলনা : গণসংযোগকালে ছাত্রলীগের হামলায় আহত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হকসহ ৪ জন। গতকাল নগরীর খালিশপুর থানাধীন প্লাটিনাম জুট মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভোলা : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদের গাড়ি ও লঞ্চে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন হাফিজ উদ্দিন।

কচুয়া : চাঁদপুর-১ আসনে গণসংযোগকালে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ১০ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন মোশাররফ হোসেন।

সিরাজগঞ্জ : সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশচন্দ্র সাহার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ আহত হয়নি।

কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় পৃথক দুটি স্থানে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী প্রচার মাইক ও ইজিবাইক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় মাইক প্রচারক ও ইজিবাইক চালককে মারধর করা হয়।

জয়পুরহাট : কালাই উপজেলার পুনট ইউনিয়নের তিশড়াপাড়া গ্রামে পোস্টার সাঁটানো নিয়ে আব্দুল হান্নান নামে এক বিএনপি নেতাকে মারধর করেছে দুর্বৃত্তরা। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পুনট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে জয়পুরহাট সদরের পাইকরতলীতে ধানের শীষ প্রতীকের প্রচারের সময় একটি মাইক ভাঙচুর করে দুর্বৃত্তরা।

রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোস্টার লাগানো নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।

শ্রীবরদী : শেরপুর-৩ আসনে শ্রীবরদীর ভারেরা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও বিএনপি পথসভা ডাকায় সহিংসতা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ইউএনও এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এই আদেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় দলের পথসভা প- হয়ে যায়।

তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দলটির ৭-৮ জন আহত হয়েছেন।

নেত্রকোনা : আটপাড়া উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতিসহ ছয় নেতাকর্মী আহত হয়েছেন।