আব্বাস,গয়েশ্বরসহ ধানের শীষের ঢাকার প্রার্থীদের গণসংযোগ

আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ ঢাকার প্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকার প্রার্থীরা। এদের মধ্যে নিজ নিজ আসনে ভোটরদের কাছে ভোট চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস।

আজ বিকেলে ঢাকা-২ আসনে বিশাল শোডাউন করেন ধানের শীষ প্রার্থী ইরফান ইবনে আমান। নিজ নির্বাচনী এলাকায় পাড়া-মহল্লায় ভোট চেয়েছেন তিনি।

ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় একই সময় গণসংযোগ করেন। বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সমর্থকরা নিয়ে জিঞ্জিরা এলাকায় নারী-পুরুষের কাছে ভোট প্রার্থণা করেন তিনি।

ঢাকা-৩ আসনের ভোটারদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আপনাদের একটি ভোট হারানো গণতন্ত্র ফিরে পাবে, মুক্তি পাবেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া।’

নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-৪ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদও। ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সূত্রাপুর এলাকায় গণসংযোগ করছেন।

সস্ত্রীক গণসংযোগ করেছেন মির্জা আব্বাস। ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে ভোটারদের কাছে ভোট চেয়েছেন তিনি। ঢাকা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাসও স্বামীর জন্য ভোট চান। পরে দুজনেই ঢাকা-৯ আসনে গণসংযোগ করেন।

ঢাকা-১১ আসনে শামীম আরা বেগম নিজ নিজ এলাকায় প্রচারণা করেছেন। ঢাকা-১৪ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিকের দারুস সালামের বাসায় কর্মীসভা করেন।

তবে সন্ধ্যায় সিদ্দিকের বাসায় কর্মীসভা চলাকালে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আবু বকর সিদ্দিক আমাদের সময়কে বলেন, গত সোমবার থেকে তিনি ধানের শীষের পক্ষে প্রচার চালান। গতকালও প্রচার চালান। কিন্তু সন্ধ্যায় বাসায় ঘরোয়া বৈঠক চলাকালে ছাত্রদল, যুবদল ও বিএনপির ৯ জন নেতাকর্মীকে সাদাপোষাকধারী পুলিশ ধরে নিয়ে যায়।