বাতিলকৃত প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেয়ায় ইসিকে ’ধন্যবাদ’ জানালেন ফখরুল

বিএনপির মনোনয়ন বাতিলকৃত অধিকাংশ প্রার্থীকে নির্বাচনের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ন্যায় বিচার পেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রার্থীতা ফিরে পাবেন।’

আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজকে আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটাও একটা বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকেও মুক্ত করা হবে।’

ফখরুল বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর অুনষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে। আমরা আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধ করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম