বগুড়া-৭: খালেদাসহ বিএনপির সব প্রার্থী বাতিলর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

বগুড়া-৭ (গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মনোনয়ন জমা দেয়া বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার বেলা তিনটার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদ তাদের মনোনয়নপত্র বাতিলের তথ্য জানান।

বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। নির্বাচনে বিএনপি প্রধান অযোগ্য হলে বিকল্প প্রার্থী হিসেবে আরও তিনজন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল, জেলা বিএনপির উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু এবং গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। মনোননয়নপত্র যাচাই বাছাই শেষে রবিবার রিটার্নিং কর্মকর্তা চারজনেরই মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

এর আগে ফেনী-১ ও বগুড়া-৬ আসনেও খালেদার প্রার্থিতা বাতিল করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও খালেদার পক্ষে গত বুধবার মনোনয়ন জমা দিয়েছিল দলটির নেতারা। তবে দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত কারও পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে উচ্চ আদালত এক আদেশ দেয়। আদালতের এমন আদেশে খালেদা জিয়ার ভোটে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। সেজন্য খালেদার বিকল্প প্রার্থী হিসেবে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মির্জা ফখরুল।

সূত্র: ঢাকা টাইমস