পার্থ’র ইভিএম চাওয়া নিয়ে এ কি বললেন রিজভী?

নিজের আসনে (ভোলা-১) ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চাইলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এজন্য প্রয়োজনে সকল খরচ তিনি নিজেও বহন করতে রাজি আছেন। শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন পার্থ।

বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কেন তার নির্বাচনী আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের কাছে তা বোধগম্য নয় বলে জানিয়েছেন তিনি।

সে বিষয়ে শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দৃষ্টি আকর্ষণ করা হলে রিজভী বলেন, ‘২০দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন মহলে ইভিএম ব্যবহারে আপত্তি রয়েছে। কিন্তু বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কেন ইভিএম চেয়েছেন তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে বিস্তারিত জেনে জানাতে পারবো।’

রিজভী বলেন, ‘বর্তমান গণবিচ্ছিন্ন অবৈধ সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় অর্থে বিএনপির বিরুদ্ধে কুৎসিত সাইবার যুদ্ধ শুরু করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাদান এবং বিএনপি ও দেশের মানুষের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের ভয়ঙ্কর প্রোপাগান্ডায় সয়লাব।’

তিনি বলেন, ‘ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি ছড়িয়ে দিচ্ছে বিদ্বেষমূলক নানা সুপার ইমপোজ করা ছবি, টেম্পারড নকল অডিও-ভিডিও। মূলত এইসব নির্জলা মিথ্যাচার, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অশ্লীল রুচিহীন প্রোপাগান্ডা চালিয়ে তাদের দশ বছরের গুম-খুন, অত্যাচার-নিপীড়ন, জেল-জুলুম, সর্বগ্রাসী লুটপাট ও দুঃশাসন থেকে সরকার ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরাতে বিভ্রান্ত করার চেষ্টা করছে।