অভিষেকটা দারুণ করতে চলেছেন সাদমান ইসলাম। টেস্ট খেলার সামর্থ্য যে তার আছে সেটাও প্রমান দিচ্ছে তার ধীরগতির ব্যাটিংয়ে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১১৬ বল ব্যাটিং করে রান করেছেন মাত্র ৩৬ ।
সাদমানের সাথে ইনিংস বড় করতে পারতেন মুমিনুলও। কিন্তু লাঞ্চ বিরতিতে যাওয়ার শেষ ওভারে রোচের বলে ক্যাচ আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন তিনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ রান।
স্পিন বলে স্লিপে ক্যাচ দেওয়াটা যেনো রীতিমতো সৌম্যর বদঅভ্যাসে পরিণিত হয়েছে। চট্রগ্রাম টেস্টেও রস্টন চেজের স্পিনে ধরাশয়ী হয়েছিলেন স্লিপে ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে। মাঠ পরিবর্তন হলেও আউটের ধরণ পরিবর্ত হল না তার। ঢাকা টেস্টেও স্লিপে ক্যাচ দিয়ে ফেরার আগে সৌম্যর ব্যাট থেকে এসেছে ১৯ রান।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি শুরু হয়েছে আজ (শুক্রবার)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। বাংলাদেশকে সিরিজ জিততে হলে এই ম্যাচে জয় পেতে হবে কিংবা ড্র করতে হবে। তবে জয়েই চোখ স্বাগতিকদের।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে টাইগার একাদশে আছে ২টি পরিবর্তণ। মুস্তাফিজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছে লিটন দাস। আর ইমরুল কায়েসের পরিবর্তে জায়গা পেয়েছেন সাদমান ইসলাম।
ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভার শেষে ২ উইকেটে ৮৭ রান। সাদমান ৩৬ রান করে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরান পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, সুনিল আমব্রিস, রস্টন চেজ, শেন ডাউরিচ (উইকেটরক্ষক),শেমোন লিউস, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।