হঠাৎ অর্থমন্ত্রীর বাসায় বিএনপির প্রার্থী ইনাম

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে যে দলের প্রার্থী জেতেন, সে দলই ক্ষমতায় যায়—এমনটিই দেখা গেছে গত জাতীয় নির্বাচনগুলোতে। ১৯৯১ সালে বিএনপি, ’৯৬-তে আওয়ামী লীগ, ২০০১–এ আবার বিএনপি এবং ২০০৮ সালে আওয়ামী লীগ। ২০১৪ সালে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন আওয়ামী লীগের প্রার্থী।

এবার এই গুরুত্বপূর্ণ আসনটিতে বিএনপির প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। গতকাল মনোনয়ন জমা দিয়ে আজ বৃহস্পতিবার তিনি গিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায়। উদ্দেশ্য সৌজন্য সাক্ষাৎ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইনাম আহমদ একা নগরের ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে তিনি দেখা করেন। এসময় অর্থমন্ত্রী মুহিত তাকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করান। সেখানে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও অর্থমন্ত্রীর ছোটভাই ড. একে আব্দুল মোমেনও।

জানা গেছে, অর্থমন্ত্রীর সঙ্গে ইনাম আহমদ চৌধুরী প্রায় এক ঘণ্টা আলোচনা করেন। এ সময় উভয়ই নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে কোনোভাবেই যেন রাজনৈতিক সম্প্রীতি না ভাঙে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় ইনামকে স্বাগত জানান অর্থমন্ত্রী।

এ বিষয়ে ইনাম আহমদ চৌধুরী বলেন, ‘অর্থমন্ত্রী আমার পছন্দের মানুষ। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তাকে জানিয়েছি আমি এবার সিলেট ১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি শুনেই আমাকে স্বাগত জানান।’