এমপি প্রার্থী হতে পদত্যাগ করলেন যে ২০ উপজেলা চেয়ারম্যানের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। ইতিমধ্যে সারাদেশের ২০ জন উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা পড়েছে। সচিব বরাবর লেখা এসব পদত্যাগপত্র সংশ্নিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের পদত্যাগ-সংক্রান্ত আদেশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র গ্রহণ করে দাপ্তরিক কার্যক্রম শেষে শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি সুবিধাভোগীদের কেউ আগামী ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে পদত্যাগ করতে হবে। এরই অংশ হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপজেলা চেয়ারম্যানরা।

নির্বাচনে অংশ নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তার ঘনিষ্ঠদের মতে, তিনি যশোরের যে কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে নির্বাচনে অংশ নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে প্রার্থী হতে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু পদত্যাগ করেছেন।

মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান আতা, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে প্রার্থী হতে বিএনপি নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে প্রার্থী হতে মঠবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আশরাফুর রহমান পদত্যাগপত্র স্থানীয় সরকার বিভাগে জমা দিয়েছেন।

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠাণ্ডু টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। এ কারণে তারাও পদত্যাগপত্র সংশ্নিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।