বন্দর আসনের লতিফ-খসরুর কোলাকুলি

দেশের প্রধান সমুদ্রবন্দরের অবস্থানের কারণে চট্টগ্রাম-১১ আসন নিয়ে প্রধান দুই দল প্রার্থী বাছাই করে অনেক ভেবেচিন্তে। এবার আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান সংসদ সদস্য এমএ লতিফকে দেওয়া হয়েছে নৌকা প্রতীক। এর বিপরীতে বিএনপি থেকে প্রার্থী করা হয়েছে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে দুইজনই মনোনয়নপত্র জমা দিতে যান বিভাগীয় কমিশনার কার্যালয়ে। এ সময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিমুখে একে অপরের প্রতি হাত বাড়িয়ে দেন। এরপর কোলাকুলি করেন।

এমএ লতিফ বাংলানিউজকে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড যে দেশে আছে সেটি কোলাকুলির মধ্য দিয়ে প্রমাণ করেছি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সব দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছি। এই যে আনন্দমুখর পরিবেশ, এ সম্পর্ক তো হঠাৎ করে ডেভেলপ হয়নি।

দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিমুখে একে অপরের প্রতি হাত বাড়িয়ে দেন। এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। ব্যক্তিগতভাবে একে অপরের সঙ্গে শত্রুতা নেই।

তিনি বলেন, সমস্ত চট্টগ্রাম জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীরাই জিতবেন।–বাংলানিউজ২৪