এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে সবচেয়ে আলোচিত নেতাদের একজন ড. কামাল হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বেই গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির মতো বড় দলও তার নেতৃত্বে অংশ নিচ্ছে জাতীয় নির্বাচনে। কিন্তু সেই ড. কামাল হোসেন নিজেই কোন আসন থেকে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে জল্পন কল্পনা চলছিলো।
অবশেষে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যে জানা গেল সেই গুঞ্জনই সত্য হতে যাচ্ছে। গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।
এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী। বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সুব্রত চৌধুরী বলেন, উনি আমাদের নেতা। বয়স ও শারীরিক অবস্থার কারণে নির্বাচন করবেন না। এটা আগেই বলেছেন। তবে তিনি আমাদের নেতৃত্বে থাকবেন।
গণফোরামের নির্বাহী সভাপতি বলেন, নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণে মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।