খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে আলালও করবেন না

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েও নির্বাচন করবেন না বিএনপির যুগ্ম-মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আলালের বিশ্বস্ত কয়েকটি সূত্র ব্রেকিংনিউজকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখার ফলে তার নির্বাচনে অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সরকার অন্যায়ভাবে সাঁজা দেয়ার ফলে তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না, সে জন্য আলালও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বরিশালে জন্ম নেয়া এই নেতা জাগো দল, ছাত্রদল, যুবদল ও বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়। এরপর বিএনপির সর্বশেষ কাউন্সিলে যুগ্ম মহাসচিব হন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন মোয়াজ্জেম হোসেন আলাল ইতিপূর্বে বরিশাল-২ আসন থেকে পর পর দুবার ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।