নির্বাচন না হয়ে যদি ভালোবাসার ফুলঝুরি বিচ্ছুরণ বলা যায় তাহলেও ক্ষতি নেই৷ এমনই অবস্থা যে কমবয়সী থেকে মধ্যবয়সী বিভিন্ন মহিলার প্রেম নিবেদনের চোটে পাগল হওয়ার মতো অবস্থা৷ তবে তিনি নিজে যতটা পাগল তার থেকেও বেশি অবস্থা খারাপ তাঁর ফেসবুক বন্ধু বিশেষ করে মহিলাদের৷
খুলনা বিভাগের বাগেরহাট-২ কেন্দ্র থেকে লড়াই করছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়। তাঁর পারিবারিক পরিচয় কিংবদন্তুী রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাইয়ের নাতি তন্ময়। সেই অর্থে তিনি বঙ্গবন্ধুরও নাতি৷ ১৯৮৭ সালে জন্মেছেন শেখ তন্ময়৷ তাঁকে টিকিট দিয়ে চমকে দিয়েছে আওয়ামী লীগ৷ কারণ রাজনীতিতে এই যুবক একেবারেই নবীন৷ কিন্তু তাতে কি?
এদিকে তন্ময় প্রার্থী হতেই শুরু হয়ে গিয়েছে ভালোবাসার আক্রমণ৷ এমনিতেই ‘হিরো লুক’ ইমেজ৷ ঢালিউড তো দূরের কথা বলিউডে খাপ খেয়ে যেতে পারে এমনই দেখতে তিনি৷ ফলে তন্ময়ের ফেসবুক জুড়ে মহিলাদের মন্তব্য করার হিড়িক পড়ে গিয়েছে৷ অনেকেই তাঁকে বিয়ে করতে চেয়ে সরাসরি প্রস্তাব দিয়েছেন৷ কেউ কেউ মজা করে পরকীয়াতেও তাঁকে আহ্বান জানাচ্ছেন৷
প্রার্থী হওয়ার পর শেখ তন্ময় তাঁর ফেসবুকে লিখেছেন “আমাদের অনেক স্বপ্ন আছে, আমরা সুন্দর বাংলাদেশ চাই। শুধু বাগেরহাটের নয়, সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আমি একজন প্রতিনিধি। বাগেরহাটের পাশাপাশি সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের মতো আমারও অনেক স্বপ্ন আছে”।এই পোস্টের পরেই তাঁকে লক্ষ্য করে শুরু হয়েছে মহিলাদের ভালোবাসা প্রদানের পালা৷
বিবিসি বাংলাকে শেখ সারহান নাসের তন্ময় বলছেন, “একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক আবহেই আমি বড় হয়েছি। ফুফু অর্থাৎ পিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে কাছে থেকে দেখছি সেই ছোটবেলা থেকে। বাবাও রাজনীতি করছেন। সব মিলিয়ে রাজনীতি আমার কাছে নতুন নয়”। তবে দলীয় রাজনীতিতে আনুষ্ঠানিক যুক্ত হয়েছেন ২০১৭ সালে৷
তৃতীয় শ্রেণী পর্যন্ত ঢাকায় পড়ার পর শেখ তন্ময় ভারতে একটি বোর্ডিং স্কুলে ভর্তি হন। পরে আবার ঢাকায় পরবর্তী পড়া শেষ করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারীর পর তিনি আবার ভারতে যান ও এরপর ২০১২ সালে আবার ঢাকায় ফেরেন। উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। পরে ঢাকায় এসে বিয়ে করেন এবং মাঝে কিছুদিন সিঙ্গাপুরে চাকরি করেছেন।–কলকাতা২৪x৭