‘জয় বাংলা, জয় ধানের শীষ’ বলে বক্তব্য শেষ করলেন

বিভিন্ন সমাবেশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আলোচিত হওয়া সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদের এবার নতুন স্লোগান শোনা গেছে। নিজ এলাকায় ফিরে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন সুলতান মনসুর। ‘জয় বাংলা, জয় ধানের শীষ’ বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

এর আগে দুপুরে সুলতান মনসুর কুলাউড়া রেলস্টেশনে পৌঁছলে তাকে বরণ করেন বিএনপি ও ঐক্যফ্রন্টের সহস্রাধিক নেতা-কর্মী। সোমবার দুপুরে নেতা-কর্মীদের উদ্দেশে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর বলেন, মানুষ আজ ঐক্যবদ্ধ।