খালেদার বিকল্প প্রার্থী হলেন ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তবে একই আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনোনয়নপত্র দাখিল করবেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে বুধবার দুপুর সোয়া একটার দিকে খালেদার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, কোনো কারণে যদি খালেদা জিয়া নির্বাচনে যোগ দিতে না পারেন তাহলে এ আসন থেকে মির্জা ফখরুল নির্বাচন করবেন। এ বিষয়ে অনলাইনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া চলছে।