ব্রেকিং! মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা পিন্টু সাপের বিষসহ গ্রেফতার

পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া পিন্টুসহ ১১ জনকে তিন কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার করেছে র‌্যাব।

বিএনপি নেতা পিন্টুকে সোমবার দুপুর ২টার পর থেকে নিখোঁজ ছিলেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‍্যাব জানায়, ২৬ নভেম্বর র‌্যাব-১০ এর একটি টিম রাজধানীর মিরপুর মডেল থানাধীন পশ্চিম মনিপুরস্থ ২১১ নং সুফিয়া ভিলার সামনে থেকে পিন্টুসহ ১১জনকে আটক করে। এসময় একটি মাইক্রোবাস, ছয় জার কোবরা সাপের বিষ ও একটি ক্যাটালগ বইও জব্দ করা হয়।

সাপের বিষের মূল্য আনুমানিক তিন কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

আটক অন্যরা হলেন, মোঃ লিটন রহমান(৪০), আসাদ চৌধুরী(৪৭), মোঃ জাকারিয়া পিন্টু(৪৭), ফিরোজ মাহমুদ(২৫), রনজিৎ সেন(৭২), কমলেশ মুখার্জী(৩০), মোঃ সদর উদ্দিন(৬৩), মোঃ মাহফুজ হক(২৯), মোঃ আনিছ(২২), সৈয়দ হোসেন(৬৫) এবং মোঃ হামিম ওরফে শুভ্র (৩১),

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিদেশ থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মূল্যবান সাপের বিষ বাংলাদেশে এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করত বলে স্বীকার করে।