একনজরে দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

দ্বিতীয় দিনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে বিএনপি দ্বিতীয় দিনের মনোনয়নের চিঠি দেয়ার কার্যক্রম শুরু করে।
চিঠি পেতে মঙ্গলবার সকাল ৯টা থেকেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষায় ছিলেন বিএনপি নেতারা। মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকরা নিজ নিজ নেতার পক্ষে স্লোগান দিতে থাকেন।

বেলা ১১টার দিকে গুলশান কার্যালয় থেকে মাইকে ঘোষণা দিয়ে মনোনয়নপ্রত্যাশীদের অনুসারীদের কোনো ধরনের স্লোগান দিতে নিষেধ করা হয়। ঘোষণায় বলা হয়, যখন নাম ঘোষণা করা হবে, তখন উত্তর পাশের গেট দিয়ে ঢুকতে হবে।

এ ঘোষণার পর কর্মী-সমর্থকরা উত্তর পাশের গেটের সামনে গিয়ে দাঁড়ান। তার আগে তারা বিশৃঙ্খলভাবে এদিক-ওদিক দাঁড়িয়ে ছিলেন।

বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে কার্যালয়ের ভেতর থেকে ঘোষণা দিয়ে বলা হয়, শিগগিরই মনোনয়নের চিঠি দেয়া হবে।

বেলা পৌনে ১টার দিকে চলের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু হয়।

আজও এক আসনে একাধিক দলীয় প্রার্থীকে চিঠি দেয়া হচ্ছে। মামলা-পুলিশি হয়রানি ঠেকানোসহ কৌশলগত কারণে একাধিক প্রার্থী দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

দ্বিতীয় দিনে গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ কাজী খায়রুজ্জামান শিপন, মাদারীপুর-৩ আনিছুর রহমান তালুকদার খোকন, ময়মনসিংহ-৪ আবু জাফর মো. খোকন, ময়মনসিংহ- ১১ ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৭ আমিন সরকার।

নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-৩ আসনে রফিকুল ইসলাম হেলালী ও নেত্রকোনা-৫ আসনে আবু তাহের তালুকদার।

এছাড়া ময়মনসিংহ-১ আসনে ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ-৬ থেকে আখতারুল আলম ধানের শীষের টিকিট পেয়েছেন।

মনোনয়নের চিঠি পেয়েছেন ফরিদপুর-২ থেকে শহীদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং তার মেয়ে মেয়ে চৌধুরী নায়াবা ইউসুফ, ফরিদপুর-৪ থেকে শাহরিয়া ইসলাম শায়লা।

জামালপুর-১ আসনে এ এম রশীদুজ্জামান মিল্লাত, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ এ শামীম তালুকদার ও জামালপুর-৫ আসনে ওয়ারেস আলী মামুন মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়া-৩ আসনে সোহরাব উদ্দীন ও কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কিশোরগঞ্জ-১ আসনে রেজাউল করিম খান চুন্নু ও কিশোরগঞ্জ-৫ আসনে মুজিবুর রহমান ইকবাল, টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী হয়েছেন লুৎফর রহমান মতিন।

কুমিল্লা-৩ আসনে শাহিদা রফিক, কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াসিন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মোহাম্মদ মেহেদী হাসান/এম এ খালেক, চট্টগ্রাম-১২ আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ আসনে মোস্তাফিজুর রহমান