ওবায়দুল কাদেরকে ড.কামালের এ কেমন প্রশ্ন!

ভোটকেন্দ্র পাহারা দেওয়া সঙ্গে গৃহযুদ্ধের সম্পর্ক কী, আমাকে একটু বোঝান। সন্তোষজনক উত্তর পেলে আমাকে বলবেন। আমার তো বুদ্ধিতে কুলায় না, এটা কেন বলল (ওবায়দুল কাদের) বলে মন্তব্য করছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড.কামাল হোসেন।সোমবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্ট প্রধান বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে যারা সচেতন, যারা দায়িত্বশীল, তাদেরকে নিজে নিজের এলাকায়, পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এটা আমি বলেছি। এইটা বলার পর আমি অবাক হয়েছি, কেউ বললেন, কামাল হোসেন কি গৃহযুদ্ধের কথা বলছেন। আরে ভোটকেন্দ্র পাহারা দেওয়া কি গৃহযুদ্ধের কথা। আমি, কে বলেছে, ওর নামও নিতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৬ কোটি মানুষ আছি, দেশটা আমাদের সকলের। কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর না, কোনো পরিবারের না। কোনো দলের না। দলের না, এটা তিনবার বলতে হবে।’

২০ দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা হচ্ছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘আসন ভাগাভাগি করা,সব জায়গায় হওয়ার কথা। পিঠা ভাগ করতে গেলে তো একটু টানটানি হতে পারে। তো সেই কারণে বলি, কাজটা তো চ্যালেঞ্জ। কাজ করতে গেলে করতে হবে। আমি ইতিবাচক কথা বলব।

আমি নিজেও ভাবতে পারিনি, আমাদের এই জোট গঠন এত দ্রুত করা যাবে। এটা নিয়ে কেউ কোনো প্রশ্নও করে নাই, আপত্তি তোলে নাই। মানে ঘণ্টা দেড়েকের মধ্যে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, আমরা জোট গঠন করে ফেললাম।’