কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে দিয়ে মনোনয়ন চিঠি ইস্যু শুরু করেছে বিএনপি। গতকাল সোমবার বেলা সোয়া ৩টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের এই চিঠি দেয়া হচ্ছে।
গতকাল রাত পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়াইয়ের জন্য ১২৪টি আসনে মনোনয়ন চিঠি ইস্যু করা হয়েছে। এতে প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন ২০৯ জন।
ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির নির্বাচনী টিকিট পেয়েছেন ২ জন। একজন হচ্ছেন জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান। অন্যজন হচ্ছেন সাবেক এমপি মহরুম শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি।
মেহেদী হাসান রনি বলেন, সারাজীবন আমার পিতা মহরুম শহিদুল ইসলাম মাষ্টার মানুষের ভালোবাসা নিয়ে গেলো ঐপারে এবার কিছুটা হলেও তাদের কাছাকাছি থেকে মানুষের সেবা করতে চাই। সেই চিন্তাধারা থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।
অন্যদিকে মনির খান বলেন, ‘দলের হয়ে দীর্ঘদিন ধরে আমি কাজ করে যাচ্ছি। দলের মিটিং-মিছিলে নিয়মিত অংশ নিচ্ছি। দলের কঠিন সময়ও লড়াকু সৈনিক হয়ে মাঠ ছিলাম ও আছি। আমি মনে করি, দল তার কিছুটা হলেও মূল্যায়ণ করবে। তাছাড়া আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ-৩ আসনের জনগন আমাকে চায়। তাদের সুখে-দুঃখে আমি কাজ করে যাচ্ছি। আমি মনে করি, দল সব কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। ’