মেঘনা, তেঁতুলিয়া আর বঙ্গোপসাগরে ঘেরা দ্বীপজেলা ভোলার সদর উপজেলা নিয়ে গঠিত ভোলা-১ আসন। স্বাধীনতা পরবর্তী সময়ে এককভাবে কারো দখলে ছিলনা এ আসনটি। ১৯৯১ পরবর্তী নির্বাচনে ৩ বার তোফায়েল আহমেদ, একবার করে বিএনপির মোশারেফ হোসেন শাজাহান ও বিজেপির আন্দালিভ রহমান পার্থ বিজয়ী হয়েছেন।
সবশেষ ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। বর্তমানে ভোটের মাঠে আওয়ামী লীগের আধিপত্য থাকলেও একাদশ নির্বাচনকে ঘিরে ঘর গোছাতে ব্যস্ত বিএনপি ও বিজেপি। নদী ভাঙন রোধসহ বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড কাজে লাগিয়ে আগামী নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ।
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ভোলা-১ আসন থেকে আ. লীগের নির্বাচনী টিকিট পেয়েছেন তোফায়েল আহমেদ। অন্যদিকে ধানের শীষের নির্বাচনী টিকিট পেয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
তোফায়েল আহমেদ আ.লীগের হেভিওয়েট নেতা। ভোলা-১ আসনের বর্তমান সংসদ সদস্যও তিনি। অন্যদিকে পার্থও বেশ জনপ্রিয় তার আসনে। এ দুজনের লড়াইটা বেশ জমজমাট হবে তেমনটাই মনে করছে এলাকাবাসী।