আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। চিঠিও রেডি রয়েছে। রোববার রাতে অনানুষ্ঠানিকভাবে কয়েকজন চিঠি পেয়েছেন বলে জানা যায়। দলীয় সূত্র জানায়, আজ সোমবার (২৬ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া শুরু হবে।
বৈঠক সূত্রে জানা যায়, তারেক রহমান ইতোমধ্যে করা বিএনপির চারটি জরিপের ফলাফল সামনে নিয়ে বৈঠকে যোগ দেন। প্রত্যেক আসনে জরিপে শীর্ষস্থান পাওয়া প্রথম তিন থেকে পাঁচজনকে নিয়ে আলোচনা হয়।
বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে ১৩টি চূড়ান্ত হয়েছে। ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা-৫ সালাউদ্দিন আহমেদ, ঢাকা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-১০ আবদুল মান্নান, ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১৪ এসএ সাজু, ঢাকা-১৭ মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ঢাকা-১৯ ডা. দেওয়ান সালাহউদ্দিন, ঢাকা-২০ তমিজউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাকা-৪ আসনে হাবিব-উন-নবী খান সোহেল অথবা রতন চেয়ারম্যান, ঢাকা-৭ মোস্তফা মহসিন মন্টু, ঢাকা-১২ সাইফুল আলম নীরব অথবা ঐক্যফ্রন্টভুক্ত কোনো দলের নেতা, ঢাকা-১১ এমএ কাইয়ুম অথবা সফিউল বারী বাবু, ঢাকা-১৫ সিনিয়র কোনো নেতা অথবা মামুন হাসান, ঢাকা-১৬ একেএম মোয়াজ্জেম হোসেন অথবা আহসান উল্লাহ হাসানকে নিয়ে মনোনয়ন বোর্ডে আলোচনা হয়েছে।
ঢাকা ১৮ আসনটি জেএসডি সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী দলের সহসভাপতি তানিয়া রবকে ছেড়ে দেওয়া হতে পারে। এই আসনে ২০০৮ সালে নির্বাচন করেছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। এবার তাকে খুলনা-৪ আসনটি দেওয়া হতে পারে।