চূড়ান্ত চিঠি পেলেন মাশরাফি-যা বললেন তিনি…


একাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (২৫ নভেম্বর) দেশের ঐতিহ্যবাহী সংগঠনটি মোট ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করে। যাতে নড়াইল দুই আসনের প্রার্থী হিসাবে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির নাম ঘোষণা করা হয়।

এদিকে নড়াইল ২ আসন থেকে মাশরাফিসহ আওয়ামী লীগের স্থানীয় ১৬ নেতা মনোনয়ন ফরম কিনে নেয়। কিন্তু শেষ পর্যন্ত মাশরাফিকেই চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।

জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের দেশপ্রেম ও জনপ্রিয়তার কথা বিচার করেই তাকে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করে আওয়ামী লীগ। মজার ব্যাপার হলো, ইতোমধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার পক্ষে এককাট্টা হয়েছে। সবাই তার পক্ষে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন।