ঢাকা-১৩: সাদেক ইন নানক আউট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। ঢাকা-১৩ আসনে মনোনয়ন পেয়েছে ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান। এর আগে এই আসনের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রবিবার সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়েছে।

সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড় ছিল। তারা আগেই আভাস পেয়েছিলেন আজ চূড়ান্ত মনোনয়নের টিকিট তুলে ধরা হবে।

মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কর্মী-সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

এর আগে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পর শনিবার দিনভর মহাজোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সিরিজ বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে এসব দলের নেতার কাছ থেকে প্রার্থী তালিকা নেয়া হয়। শরিকদের কাছ থেকে পাওয়া নামগুলো প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে রাতে গণভবনে দলের শীর্ষ নেতারা এ তালিকা নিয়ে বৈঠক করেন। এ সময় আসন ও প্রার্থীর নাম ধরে ধরে পর্যালোচনা করা হয়।

আসন বণ্টন নিয়ে জানতে চাইলে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা ইন্টারনাল (নিজেদের মধ্যে) আলোচনা করছি, ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। যুক্তফ্রন্ট এবং কয়েকটি ইসলামী দলের সঙ্গেও আলোচনা হয়েছে। এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে আছে। রবিবার মধ্যে (আজ) সব কিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

ধারণা করা হচ্ছে, জোটের সঙ্গে আওয়ামী লীগের আসন বণ্টনের ফয়সালা হয়ে গেছে। তাই দলীয় প্রার্থীদের মনোনয়নের টিকিট দেয়া হচ্ছে। জোটের প্রার্থীদের নামও ঘোষণা করা হবে আজ বা কাল।

আজ যারা মনোনয়ন পেয়েছেন

ঢাকা-১৩ আসনে সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, চাঁদপুর-৩ ডাক্তার দীপু মনি, বাগেরহাট-১ শেখ হেলাল, মাদারীপুর-২ শাজাহান খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল, ঢাকা-১১ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, টাঙ্গাইল-১ ড. আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, মাদারীপুর-৩ ড. আবদুস সোবহান গোলাপ, কুমিল্লা-১১ মুজিবুল হক মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস, দিনাজপুর এক মনোরঞ্জন শীল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, কুষ্টিয়া-৩ মাহবুব-উল আলম হানিফ।