‘জনগণের কোন কথাই ‘ইসির’ কানে যাচ্ছে না’, বিপ্লব হবে!

অাগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে ।এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে ।ইতিমধ্যে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হয়েছে গতকাল । বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করবে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট । একাদশ সংসদ নির্বাচন বেশ জমবে বলে আসা করছেন রাজনীতিক বিশ্লেষকরা ।

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান হোটেল লেকশো’য় জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজনে ‘ইভিএমকে না বলুন আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক ভাবে দেউলিয়া একটি দল আওয়ামী লীগ। তারা আবার ক্ষমতায় ফিরে আসার জন্যে জোর করে সব ধরনের অপকৌশল ব্যবহার করছে। নির্বাচন কমিশন নিজে থেকেই আজ্ঞাবহ হয়ে বসে আছে।

সেজন্যে জনগণের কোন কথাই তাদের কানে যাচ্ছে না। নির্বাচনে আমরা যাবো। জাতি নির্বাচনে যাবে। জনগণ ভোট দিবে। আমরা ভোট যুদ্ধে লড়বো। কোনভাবেই তাদের আটকে রাখা যাবে না। ভোট বিপ্লব হবে। জনগণ সেই ভোট বিপ্লবের জন্যে প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা ১০ বছর ধরে এ সরকার দ্বারা নির্যাতনের শিকার হচ্ছি।

আমাদের হাজার হাজার নেতা আজ কারাগারে। আমরা যখন নির্বাচনে যেতে চাচ্ছি তখনও আমাদের এসব নেতা কারাগারে। পদে পদে গ্রেফতার করা হচ্ছে। তবুও কোন কিছুই তাদেরকে আটকে রাখতে পারবে না। ৩০শে ডিসেম্বর ভোট বিপ্লব হবে।