পুলিশের সহায়তায় সিঁড়ি বেয়ে আদালত ভবনের চতুর্থ তলায় উঠলেন। এরপরই হঠাৎ করে লুটিয়ে পড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে রিমান্ড ও জামিন শুনানির আগে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এ ঘটনা ঘটে।
পরে অসুস্থ মনিরুল হক চৌধুরীকে বেঞ্চে শুইয়ে আদালতের কার্যক্রম পরিচালিত হয়। শুনানি শেষে ৯ নং আমলি আদালতের বিচারক গোলাম মাহাবুব খান তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ ও ১০ আসনে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।
তিনি বর্তমানে কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলায় কারাগারে আছেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দায়ের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (নং ৩৪, তাং ১৪/০৯/১৮ইং) তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
পরদিন ওই মামলায় তাকে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। মনিরুল হক চৌধুরীর পক্ষেও জামিন আবেদন করা হয়। পরে আদালত আজ রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।
শুনানিতে সরকার পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণ ধর অংশ নেন। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, নাজমুত সাদাত ও আবদুল মোতালেব মজুমদারসহ ১০/১২ জন।
পরে মনিরুল হক চৌধুরীর আইনজীবী কাইমুল হক রিংকু সাংবাদিকদের বলেন, ‘ধার্য দিনে রিমান্ড ও জামিন শুনানির জন্য মনিরুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হয়। তিনি অসুস্থ ছিলেন। এজন্য সিঁডি বেয়ে উঠতে গিয়ে লুটিয়ে পড়েন।’
এর আগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়েছিল। সেই মামলায়ও আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করেছিলেন।
এ ছাড়া আজ নাঙ্গলকোট থানার বিশেষ ক্ষমতা আইন (নং ১২, তাং ২১/০৮/১৮ইং) ও সন্ত্রাসবিরোধী আইনের (নং ০২, তাং ০৮/০৯/১৮) দুটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় বাসের ৮ যাত্রী নিহত হন। এ ঘটনায় দায়ের মামলার (এজাহারভুক্ত নয়) চার্জশিটভুক্ত আসামি মনিরুল হক চৌধুরী। দীর্ঘদিন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তিনি।
গত ২৪ অক্টোবর কুমিল্লা জেলা জজ আদালত মনিরুলের জামিন বাতিল করে কারাগারে পাঠান। এই মামলায় গত ৪ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন আদেশ হলেও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার দুটি মামলায় শোন অ্যারেস্ট আসামি হিসেবে তিনি কারাগারে আছেন