এরশাদের সঙ্গে রাজনীতি করা উচিত হবে না

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে রাজনীতি করা ‘সমীচীন’ নয় বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও ফেনী জেলার আহ্বায়ক রিন্টু আনোয়ার।

আজ বৃহস্পতিবার হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পাঠানো এক চিঠিতে রিন্টু আনোয়ার এ কথা বলেন। ওই চিঠিতেই তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগের কথা জানান।

পদত্যাগপত্রে এরশাদের উদ্দেশে রিন্টু আনোয়ার বলেন, ‘উদ্ভুত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় আমাদের এক সাথে রাজনীতি করা সমীচীন হবে না। আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আপনার দলের মঙ্গল কামনা করি।’