দুই সচিবের বদলি চায় বিএনপি


নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতার জন্য দুই সচিবের বদলি চেয়ে নির্বাচন কমিশনকে একটি লিখিত সুপারিশ পাঠাচ্ছে বিএনপি।

দলটির দাবি, রোধী সরকারের আমলে যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তাদেরকে নির্বাচনের সময় ওএসডি করে রাখতে হবে।

এ দুই সচিব হলেন- মন্ত্রী পরিষদের সচিব জনাব শফিউল আলম ও সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তথ্যসচিব আব্দুল মালেক।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের কার্যক্রমে এ দুটি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই সব দায়িত্বে রয়েছেন, তারা ক্ষমতাসীন সরকারের আজ্ঞাবহ হবে, এটা স্পষ্ট। কাজেই, আমরা চাই না নির্বাচনের সময়কালে তারা এই দায়িত্বগুলো পালন করুক।

নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপির প্রতিনিধি দল শিগগিরই বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। তারা রাষ্ট্রপতিকে দলীয় প্রশাসন পাল্টে নির্বাচনের উপযোগী একটি নিরপেক্ষ প্রশাসন করার জন্য তারা অনুরোধ জানাবেন।

এছাড়াও বিএনপি আওয়ামী লীগের আস্থাভাজনদের একটি তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে জমা দেবে এবং তাদের বদলির জন্য সুপারিশ করবে।