আগামী নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থিতা দেয়ার ব্যাপারে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রোববার বিকেলে দলের সংসদীয় বোর্ডের সভার শুরুতে দেয়া বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ‘উপযুক্ত প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে, তারাই জয়লাভ করবে। আমরা সবাই মিলে নির্বাচন করব। সবাই যেহেতু নির্বাচন করবে, সেজন্য সবাইকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনটা কীভাবে করব এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়— সে আলোচনা হয়েছে।
অনেকে অনেক দাবি দাওয়া করেছিল। বেশকিছু আমরা মেনে নেই। নির্বাচনটা যেন সবার জন্য অংশগ্রহণমূলক হতে পারে, সবাই যেন নির্বাচন করার সুযোগ পায়, সেদিকে আমরা দৃষ্টি রাখব। সে কথা আমরা বলে দিয়েছি।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সবাইকে স্বাগত জানাই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে।
এটা গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে। অর্থনৈতিক গতিও ত্বরান্বিত করবে- এটা আমি আশা করি।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা যে উন্নয়ন করেছি, তার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে— এটা আমরা চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ গতি যেন কোনো মতেই থেমে না যায়।
বাংলাদেশকে আমরা যেন উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি- সেদিকে দৃষ্টি রেখেই আমরা আলাপ-আলোচনা করেছি।’ দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নমিনেশন পেপার দিয়েছি। চেষ্টা করব উপযুক্ত প্রার্থীকে নমিনেশন দিতে।’