ভোটের আগে বহিষ্কৃত ৬ নেতাকে দলে ফেরাল বিএনপি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ নেতাকে দলে ফেরাল বিএনপি।

সোমবার (১২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, দলের সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুল রহমান, রেড ক্রিসেন্ট এর সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল জামাল, চাঁদপুর জেলা বিএমপির সাবেক সভাপতি এস এম সুলতান টিটুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।