ঐক্যফ্রন্টের সমাবেশে জনতার কাতারে বুলবুল

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশে জনতার কাতারে দেখা গেছে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপি সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হেসেন বুলবুলকে।

শুক্রবার রাজশাহীর মাদ্রাসা ময়দানে বেলা পৌনে ২টা থেকে সমাবেশ শুরু হয়। তখন থেকেই মাঝমাঠে অবস্থান করছিলেন বুলবুল। তিনটার দিকে মঞ্চে আসন নেয়ার ঘোষণা আসার পর মঞ্চে ওঠেন তিনি।

ঐক্যফ্রন্টের সমাবেশে বিএনপি নেতাকর্মীদেরই প্রাধান্য দেখা গেছে। ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নিয়ে নিয়েছেন সবাই।