ধূমপান না করেও যেভাবে আপনি ধূমপায়ী

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে ক্যান্সারের মত মরণব্যধি শরীরে বাসা বাঁধতে পারে তা সকলেরই জানা। কিন্তু ধূমপান না করেও আপনি বা আপনার শিশুটি ধূমপায়ীদের মত স্বাস্থ্য ঝুঁকিতে এবং জটিল রোগে আক্রান্ত হতে পাওে তা জানেন কি?
যারা ধূমপান না করেও পরোক্ষভাবে ধূমপায়ীদের সিগারেটের ধোঁয়ার সংস্পর্শে আছেন সেটাকে আমরা সেকেন্ডহ্যান্ড ধূমপায়ী হিসেবে আখ্যায়িত করতে পারি। নিশ্বাসের সঙ্গে এ ধরণের সমস্যা হয়ে থাকে। এ পদ্ধতিতে প্রতিনিয়ত নিজেদের অজান্তেই প্রায় ৪০০ রাসায়নিক যৌগ ধূমপায়ীদের মত আমাদের শরীরে প্রবেশ করছে। যে রাসায়নিক যৌগগুলোর মাঝে প্রায় ৫০টি মরণব্যধি ক্যান্সার সৃষ্টি করতে পারে।
আমেরিকার পেডিয়াট্রিক একাডেমি এক গবেষণায় জানায়, ‘থার্ডহ্যান্ড ধূমপায়ী’’ ও আমাদের মাঝে রয়েছেন। সেটা কেমন? উত্তরে জানা যায়, সরাসরি ধূমপায়ীদের সংস্পর্শে না থাকলেও এমন কিছু স্থানে তারা অবস্থান করছেন বা যাচ্ছেন যেখানে কিছুক্ষণ আগে কেউ ধূমপান করেছেন।