আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জিয়া-এরশাদ ও খালেদা জিয়ার সরকারগুলোর চিন্তা ছিল বৈরি। পচাত্তরের পরবর্তী এই সরকারগুলোর চিন্তা ছিল ব্যবসা করা।’
আজ শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) আয়োজিত ষষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা চায় নি বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াক। তারা চেয়েছিল বাঙালি বিক্ষুক জাতি হিসেবে থাকুক। তাই তো বিএনডিসি বন্ধ করে দিয়েছিল। ওই সময়ে সারের দাবিতে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। জানি না এমন ঘটনা আর কোথাও ঘটেছে কি-না।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় এসে কৃষিকে গুরুত্ব দেওয়া শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। এক সময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। আজ সার কৃষকের দোঁড়গোড়ায় পৌছে দেওয়া হচ্ছে। এখন সারের জন্য কৃষককে ধরনা দিতে হয় না, কৃষকদের হাতেই পৌঁছে যায় সার। আওয়ামী লীগ সরকার সেই ব্যবস্থা করেছে।’
কৃষিক্ষেত্রে তাঁর সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ২ কোটি ১৩ লাখেরও বেশি মানুষ কৃষি উপকরণ কার্ড পেয়েছে। তাঁদের কাছে কৃষি উপকরণ পৌছে যাচ্ছে। আমরা কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি। আজ বর্গাচাষীরা জামানতবিহীন ঋণ পাচ্ছে। ১ কোটি কৃষক ভর্তুকি পাচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, কৃষক লীগের সাবেক সভাপতি ড. মির্জা জলিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রমুখ।