চোর সন্দেহে স্কুল ছাত্রকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

জেলার গফরগাঁওয়ে চোর সন্দেহে রিয়াদ (১৪) নামে এক স্কুলছাত্রকে বাজারে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজার এলাকায়।

নিহত রিয়াদ ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে উথুরী গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহীনের ছেলে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের তালা ভাঙার চেষ্টার অপরাধে স্কুলছাত্র রিয়াদকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশী রশিদ।

এর পর বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার কয়েকজন সহযোগী স্কুলছাত্র রিয়াদকে বাজারের পাশের একটি গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়। এ সময় কিশোর রিয়াদ চিৎকার করে প্রাণভিক্ষা চাইলেও পাষণ্ডের দল পিটিয়ে রিয়াদের মৃত্যু নিশ্চিত করে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর থেকে আশরাফুলসহ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে পলাতক রয়েছে।

এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, এ বিষয়ে তদন্ত চলছে।