বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্বাচন ও নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করতেই বিএনপি তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানা অভিযোগ করছে।’ তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সাম্প্রতিক জাপান সফর নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির এ অভিযোগ মূলত হলো নির্বাচন কমিশনকে বিতর্কিত করা, ইলেকশনকে বিতর্কিত করা। তাদের সামনে দরজা খোলা। নির্বাচন হবে সংবিধান অনুসারে, বর্তমান সরকারের অধীনে, বর্তমান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি নামক দলটি একদিন অস্তিত্ব সংকটে পড়বে।’
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘সংলাপের কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ নির্বাচন হবে সংবিধান অনুসারে, বর্তমান সরকারের অধীনে। এখানে সংলাপের কোনো কিছু নাই।’
বাণিজ্যমন্ত্রী জানান, তিনদিনের জাপান সফরে স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরও জাপানের দেওয়া জিএসপি সুবিধা বহাল রাখা এবং তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে ইতিবাচক আশ্বাসও পাওয়া গেছে। এ ছাড়া জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।