‘বঙ্গবন্ধু’ শীর্ষক মুন্সি দরুদ-এর রচিত কবিতা পংক্তি –
”বঙ্গবন্ধুই বাঙালী জাতীর গর্ব
মুজিবই শ্রেষ্ঠ সর্বকালের সর্ব ।
পিতার জন্য আমরা বাঙ্গাল-ই
পিতা হারিয়ে আমরা কাঙ্গাল-ই ।”
তুলনামূলক বিশ্লেষণ করতে গেলে বলতে হয় ‘বাংলাদেশ’ শব্দটি উচ্চারণ করার প্রতিটি সময় । একজন মহান ব্যক্তির নাম মনে পড়ে । যিনি পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ না করলে, বাংলাদেশ সৃষ্টি হত না । সফল রাষ্ট্র নায়ক, সঙ্গি হিসেবে বিশ্বস্ত, ন্যায় বিচারক, শ্রেষ্ঠ দেশপ্রেমী এবং মহৎ রাজনীতিবিদ । যার বুকে ছিল মমতা, সবার জন্য ছিল ভালবাসা । তিনি হলেন আমার বন্ধু, তোমার বন্ধু, পুরো বাংলার বন্ধু । সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, তিনি ছিলেন বীর । বাংলার ছিলেন আরেক শের । স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । যার পরিচিতি শুধু বাংলাদেশে নয় । সারাবিশ্বে এক স্মরণীয় নেতা । বাংলার অহংকার । সবার প্রিয় ব্যক্তি । সেই প্রিয় ব্যক্তিকে নিয়ে রচনা করতছেন “বঙ্গবন্ধু”নামক একটি গ্রন্থ, ভারত হতে কবি মুন্সি দরুদ । গ্রন্থটি সত্যি আমার বাংলার এবং বঙ্গবন্ধু প্রেমিকদের জন্য গর্বের । এই মহূর্তে গ্রন্থটিকে কিছুই দিতে পারছি না । তবে বঙ্গবন্ধু প্রেমিক হয়ে দিলাম গ্রন্থটির জন্য অবিরাম ভালবাসা । সেই সাথে গ্রন্থটির জন্য শুভ কামনা । গ্রন্থটি শুধু আমি আশরাফুল এমডি নয়, আশা করি বাংলাদেশের মাননীয়া শেখ হাসিনাসহ সর্বস্থরের মানুষ পাঠ করবে । কব্যের ভাষায় জানতে পারবে সবাই তাদের দেশের কারিগর মহান নেতার সম্পর্কে । আমার পছন্দের ব্যক্তিকে নিয়ে লেখা, তাই বইটি প্রকাশের পূর্বেই রইল ভালবাসা । জয় বাংলা, জানুক বঙ্গবন্ধুকে।
(উলিপুর, কুড়িগ্রাম)