সিলেট সিটি নির্বাচনে সাত কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়েছে। ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৩৯১০ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৪০৫৯ ভোট।
বর্তমান এই পর্যন্ত ফলাফলে বিএনপির পার্থী ১৪৯ ভোটে এগিয়ে আছেন। ঘোষনাকৃত ফলাফল ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা ভোট কেন্দ্র্র ।
সিলেট এবার মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি।সিটিতে মেয়র পদে অংশগ্রহণ করেছেন মোট ৭ জন প্রার্থী ।