স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিল মতুর্জা। বাংলাদেশ দল যখন টেস্ট হেরে লজ্জার মুখে পরেছিল, ঠিক তখনই অসুস্থ স্ত্রীকে সম্পূর্ন সুস্থ অবস্থায় না দেখেই দলে হাল ধরতে ছুটে গেলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তার নেতৃত্বেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল।
আর রাতে ডিনারের পর হোটেলের সামনে আড্ডা দেওয়ার সময় জানালেন তাঁর সেই সিদ্ধান্তটাই বেশ কাজে দিয়েছে। ম্যাচের ৩৫ ওভারের পর কোচ চাইছিলেন রানরেট বাড়াতে । আর তখন ব্যাটসম্যানদের সোজা শর্ট খেলা বেশ কঠিন। তাই মাশরাফি কোচকে বললেন, আমি যাই, ঝুকিটা আমিই নিতে চাই। আর কোচও আমাকে সমর্থন করেন। কোচ বলেন, কেন দ্বিধায় ভুগছ? যাও!
মাশরফি মাঠে নামলেন। বাকিটা ইতিহাস। হোটেলের বড় পর্দায় বসে মাশরাফি যখন ম্যাচ দেখছিলেন আর পুঙ্খানোপুঙ্খ বিশ্লেষণ করে যাচ্ছেন প্রতিটা মুহূর্ত।