কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য দারুন সুখবর

কাতারে বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশি কর্মী ও শ্রমিকদের জন্য নিজ নিজ এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট সেবা প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। এর ফলে যারা কর্মব্যস্ততা বা দূরত্বের কারণে সময় মত বাংলাদেশ দূতাবাসে এসে পাসপোর্ট নবায়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য সেবা নিতে পারছিলেন না, তারা খুব সহজে নিজেদের কাজ সেরে ফেলছেন।

সেই সাথে নির্দিষ্ট সময়ের পর সবার পাসপোর্ট হাতে পেতে মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে জানিয়ে দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। ফলে ৯ নম্বর রুমে ২১ নম্বর কাউন্টার থেকে সকাল সাড়ে ৭টায় মিনিট থেকে দুপুর আড়াইটায় সংশ্লিষ্টরা তাদের নিজ পাসপোর্ট দূতাবাস থেকে গ্রহণ করতে পারবে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেন। এসময় দূতাবাসে অন্যান্য সচিবরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে কমিউনিটি নেতারা মনে করেন, কোন ঝামেলা ছাড়াই দ্রুততম সময়ে হাতে পেয়ে যাবে নতুন পাসপোর্ট। দূতাবাসের এই উদ্যোগ ইতিমধ্যে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে প্রশংসিত হয়েছে।