চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়াচ্ছেন তিনি। তিন ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি তাঁর। এত সব সাফল্যের মধ্যে দারুণ রেকর্ডও করেছেন এই বাংলাদেশি ওপেনার, বিদেশের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশি ব্যাটসম্যানের একাধিক সেঞ্চুরি এই প্রথম।
তামিমের দারুণ কীর্তির ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ, ৩০১ রান। ক্যারিবীয়দের বিপক্ষে এই প্রথম তিন শতাধিক রান করে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৯২ রান।
আর তা করা সম্ভব হয়েছে তামিমের কল্যাণে। উদ্বোধনীতে ব্যাট করতে নামা এই বাঁহাতি ব্যাটসম্যান এদিন করেছেন ১০৩ রান, বল খরচ করেছেন ১২৪টি। যাতে সাতটি চার ও দুটি ছক্কার মার রয়েছে।
এদিনের সেঞ্চুরিতে সিরিজে তামিমের মোট সংগ্রহ দাঁড়ায় ২৮৭ রান। এর আগে প্রথম ম্যাচে তিনি করেন হার না মানা ১৩০ রান। আর দ্বিতীয় ম্যাচে ৫৪ এবং এদিন ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন।