আর্থিক ক্ষতির নতুন নজির ফেসবুকের

জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে ছিল। ব্যবসায়িক সাফল্যও মিলেছে অনেক আগেই। কিন্তু এবার ক্ষতির রেকর্ড গড়ল সোশ্যাল সাইট ফেসবুক। যার প্রভাব পড়ল যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটে।

গত বুধবার শেয়ার বাজার বন্ধের সময়ে ফেসবুকের বাজারদর ছিল ১১৯ বিলিয়ন মার্কিন ডলার। শুরু সময় যা ছিল ৫১০ বিলিয়ন মার্কিন ডলার। একদিনের ফেসবুকের শেয়ারের পতন ঘটেছে প্রায় ১৯ শতাংশ।

ফ্যাক্টসেট নামক একটি সংস্থা এই পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই তথ্য অনুসারেই ফেসবুকের বাজারদর একসময় ছিল ৬৩০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এই বিরাট পতন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ইতিহাসেও এই প্রথমবার।

শেষবার এই ধরনের প্রতিকূল পরিস্থিতি কবে সৃষ্টি হয়েছিল তা মনে করতে পারছেন না তাবড় অর্থনীতিবিদরা। আরও বড় বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের কোনও সংস্থা কখনও একদিনে ১০০ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়নি। সেই নজির সৃষ্টি করল ফেসবুক।

২০০০ সালের এপ্রিল মাসের ২২ তারিখে ৯০.৭৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছিল ইনটেলের। ওই বছরেই শুরুর দিকে একদিনে ৮০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখ দেখেছিল মাইক্রোসফট। প্রায় সমতুল ঘটনা ঘটেছিল ২০১৩ সালে অ্যাপল’র সঙ্গে। ৫৯.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয় স্টিভ জবসের সংস্থার। ২০০৮ সালে ৫২.৫ বিলিয়ন খুইয়ে রেকর্ড গড়েছিল এক্সন মোবিল।

তবে আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ফেসবুক। এই বিপুল ক্ষতি যে সমগ্র সংস্থার উপরে প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। গত ত্রৈমাসিকেও লাভের মুখ দেখা থেকে বঞ্চিত ছিল ফেসবুক। চলতি ত্রৈমাসিকেও সেই একই ছবি দেখা যাচ্ছে।