ধর্ষণ, দিনে দিনে যেন বেড়েই চলেছে এর ভয়াবহতা। কোন ভাবেই যেন এর কোন নিস্পত্তি খুজে পাওয়া যাচ্ছে না। বরং মেয়েরা অনেকটাই যেন অসহায় এই নিকৃষ্ট কাজের কাছে। শিশু থেকে বৃদ্ধ কেওই এখন আর সুরক্ষিত না।
কক্সবাজারের উখিয়ায় প্রতিবন্ধি এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ কিশোরীর মা বাদী হয়েছে অভিযুক্ত নুরুজ্জামানকে (৩০) আসামি করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে।
শনিবার (২৮ জুলাই) দায়েরকৃত এজাহারের আসামি নুরুজ্জামানকে আটক করে পুলিশ। আটক নুরুজ্জামান রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে।
কিশোরীর মা গোলবাহার জানান, তার মেয়ে চলাফেরা করতে পারে না। ঘটনার দিন শুক্রবার (২৬ জুলাই) তাকে বাড়ীতে রেখে পাশবর্তী বিয়ে বাড়িতে গেলে নুরুজ্জামান তার প্রতিবন্ধি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধস্তাধস্তি করতে গিয়ে তার মেয়ের একটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত হয়। এব্যাপারে মা গোলবাহার বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি শনিবার উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, আসামি নুরুজ্জামানকে আটক করা হয়েছে এবং এজাহারটি ধর্ষণ মামলা হিসেবে রুজু করা হবে।