কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গায় বিষপানে বৃদ্ধার আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে লাশ দাফন

মেহেদী হাসান মিলন: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা বিষপানে আত্নহত্যা করেছে এক বৃদ্ধা মহিলা। গত শুক্রবার দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মোঃ বক্করের স্ত্রী জোহরা খাতুন (৬৫) নিজ ঘরে বিষপান করে। পরিবারের লোকজন জোহারা খাতুনকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে ২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে মহিলা। এবিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি আমাদের এ প্রতিবেদককে জানান,প্রাথমিক অবস্থায় মৃতদেহ দেখে বিষপানে আত্মহত্যা করেছে এমনটি মনে না হওয়ায় মৃত্যুর সঠিক কারন জানতে গতকাল শনিবার সকালে মহিলা পুলিশের উপস্থিতিতে লাশের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।ময়না তদন্ত রির্পোট হাতে পেলেই মৃত্যর সঠিক কারন জানা যাবে বলেও জানান তিনি। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের হাতে গতকালই হস্তান্তর করা হয়।গতকাল শনিবার বিকালে কানাইডাঙ্গা গ্রাম্য কবরস্থানে জোহরার লাশ দাফন করা হয়।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান এস আই আসাদ।