ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানের জয় নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলেও মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। ফলে সিরিজে সমতা আসে। তাই আজকে সিরিজ নির্ধারণী ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দুই দল।
সেইন্ট কিটসের ম্যাচের আগে ক্যারিবীয়দের বিপক্ষে নিজের দল নিয়ে বেশ আশাবাদী মেহেদি হাসান মিরাজ। তিনি বললেন, আমাদের অবশ্যই সুযোগ ছিল। আমরা সিরিজটা বের করে আনতে পারিনি। কিন্তু এখনও সুযোগ আছে। আরেকটি সুযোগ আছে। যদি ভালো খেলতে পারি তবে সিরিজটা জিতবো।
শনিবার শেষ ম্যাচে স্বাগতিকদের সুযোগ বেশি থাকলেও নিজেদের একেবারে পিছিয়ে রাখছেন না ২০ বছর বয়সী এই স্পিনার। মিরাজ বলেন, আমরা যদি ভালো খেলতে পারি তবে সিরিজটা জিতবো। এ সময় তিনি আরও বলেন, আমি প্রথম এখানে খেলতে এসেছি। দলে এখানে খেলার অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করি সব মিলিয়ে ভালোই হবে।