২ কোটি ইউরো জরিমানা দিয়ে কারাবাস এড়াচ্ছেন রোনালদো

২ কোটি ইউরো জরিমানা দিয়ে স্পেনের কর ফাঁকি মামলায় কারাবাস এড়াচ্ছেন পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

সম্প্রতি বিশাল অঙ্কের ট্রান্সফার ফি’তে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। কিন্তু স্পেনের কর ফাঁকি মামলার সমস্যাটা রয়েই গেছে তার। এ জন্য বড় শাস্তিই হয়তো পেতেন পারেন সিআরসেভেন। হতে পারে ২৪ মাস জেলও। সঙ্গে জরিমানার ৩২ লাখ ইউরো।

শুক্রবার স্প্যানিশ ট্যাক্স অথরিটির করা মামলার ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে। রোনালদো নাকি ৫৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বয়ং সিআর সেভেন।

স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, এই পরিস্থিতে রোনালদোকে দিতে হবে ৩২ লাখ ইউরো জরিমানা এবং সঙ্গে অনাদায়ী করের আরো ৫৭ লাখ ইউরো।এছাড়া রয়েছে জমা করের ১০ লাখ ইউরো ও ৪৮ মাসের জেলের হাত থেকে রক্ষা পেতে প্রতিদিন ২৫০ ইউরো। মোট যার পরিমাণ পৌঁছে যেতে পারে এক কোটি ৯০ লাখ ইউরোতে।

তবে রোনালদোকে শেষ পর্যন্ত হয়তো কারাবাস করতে হচ্ছে না। কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত পর্তুগিজ মহাতারকাকে কার্যত বিপুল আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়া হবে। ঠিক লিওনেল মেসির মতোই।

রোনালদোকে জরিমানা দিতে হবে প্রায় দুই কোটি ইউরো। দু’বছরের জেল হলেও স্পেনের আইন মোতাবেক দু’বছর বা তার কম সময়ের জন্য জেল হলে দোষী ব্যক্তি এই সময়টা ‘প্রবেশন’-এ (পরীক্ষাকাল) কাটাতে পারে।

তবে তার জন্যও তাকে একটা ভালো অঙ্কের অর্থ খরচ করতে হবে। তাতে রোনালদোকে বাংলাদেশি মুদ্রায় মোট প্রায় দেড়শ কোটি টাকার বেশি দিতে হতে পারে। স্পেনের মিডিয়ার খবর, পুরো অর্থটাই দিতে রাজি হয়েছেন রোনালদো।

সূত্র – বিডি প্রতিদিন