পাঁচ লক্ষ টাকার গয়না ফিরিয়ে দিলেন অটো চালক !

বিশ্বে এখনো অনেক ভাল মানুষ আছে তা না হলে এ পৃথিবী থাকত না।তাইতো মাঝে মাঝে সৎ মানুষ দেখা যায়। তারি এক বাস্থব উদাহরন ভারতের এক ব্যাক্তি। অর্থের লোভ কার না থকতে পারে কম বেশি সকলের থাকে। হাতের মুঠো পাঁচ লক্ষ টাকার গয়না ফিরিয়ে দিলেন এক অটো চালক জানা গেছ

ঘটনাই ঘটেছে ভারতের মুম্বইয়ে। নিজের অটোতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন অটো চালক বিপিনভাই প্যাটেল। একটু আগেই যাত্রী নামিয়ে সামনে এগিয়েছেন তিনি। পেছনে ফিরে তাকাতেই ব্যাগটি চোখে পড়ে তার। সন্দেহ হওয়াতে ব্যাগটি খুলে দেখার মনস্থির করেন। খুলেই চোখ ছানাবড়া তাঁর। ব্যাগের মধ্যে কয়েক লক্ষ টাকার গয়না। আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার গয়না হবে তাতে।

সততার পরিচয় দিতে সুযোগটা হাত ছাড়া করতে চাননি বিপিনভাই প্যাটেল। সঙ্গে সঙ্গে থানে রুরাল পুলিশের কাশিমিরা এলাকার স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন তিনি। পুলিশকে জানান তার অটোতে এক দম্পতি উঠেছিলেন। তাদেরই ব্যাগ এটি। পুলিশ বিপিনভাইয়ের কথা অনুযায়ী খুঁজতে শুরু করে ওই দম্পতিকে। অবশেষে খুঁজে পাওয়া যায় ওই দম্পতিকে।

গয়নার মালিক জুলফিকার লাকদাওয়ালা ও রচনা লাকদাওয়ালা নামে দুই লন্ডন নিবাসী আইনজীবী দম্পতি। সম্প্রতি ভারতে এসেছেন। তাঁরাই ওই ব্যাগ ফেলে গিয়েছিলেন অটোতে।পুলিশ তাদের হাতে ব্যাগটি তুলে দেয়। অটো চালকের সততা দেখে মুগ্ধ হয়েছেন তারা।

নিজের গয়না পেয়ে খুশিতে আত্মহারা ওই দম্পতি অটো চালকের প্রতি শ্রদ্ধাগ্যাপন করেন ।তবে ওই অটোচালককে কোন টাকা দেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।