দুবাই থেকে আসছিলেন এক নারী। বুধবার ভারতের কলকাতা বিমান বন্দরে এমিরেটসের বিমানে এসেছিলেন তিনি। সঙ্গে থাকা লাগেজ দেখেই সন্দেহ হয় পুলিশের।
তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে জেরা করতে শুরু করেন তারা। তার সঙ্গে থাকা সুটকেস তল্লাশি করলে বেরিয়ে পড়ে একটি পিচবোর্ডের বাক্স।
সেই পিচবোর্ডের বাক্স কাটতেই বের হয় আসল ঘটনা। অতি নিপুণ ভাবে পিচবোর্ডের মধ্যে কার্বন পেপার মুড়ে সোনার রাংতা গুলি রাখা ছিল। যার মোট ওজন ১১৫৯.৭০০ গ্রাম। বাজারে এ সোনার আনুমানিক দাম ৩৬ লক্ষ টাকা।