পুত্রবধূর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ৬৫ বছরের বৃদ্ধ শ্বশুর, অতঃপর ছেলেকে খুন করল বাবা!

প্রতিনিয়ত কত রকমের অপরাধই না সংঘটিত হচ্ছে আমাদের এই সমাজে। তবে কিছু কিছু অপরাধ এতটাই জঘন্য যে মানুষ হিসেবে আমাদের পরিচয়টাই যেন ক্ষুণ্ণ হয়। বিশেষ করে ভারতে এমন সব ঘটনা অহরহ ঘটে বলতে গেলে।

পুত্রবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে নিজের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। গত ১৪ জুলাই এই নির্মম হত্যার ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই ঘটনার পর পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, ওই বৃদ্ধ ছেলেকে নৃশংসভাবে খুন করেছেন। সিল্লোদ গ্রামে নিজেদের খেতের কাছে ছেলেকে খুনের পর তার দেহ কুড়াল দিয়ে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে ফেলেন তিনি।

সহকারী পুলিশ ইন্সপেক্টর বিশ্বাস পাতিল বলেন, ‘বৃদ্ধর সঙ্গে তার পুত্রবধূর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জন্য ছেলেকে বাধা বলে মনে করত বৃদ্ধ।’

পুলিশ জানায়, ছেলেকে খুনের পর পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেন বৃদ্ধ। থানায় ছেলে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পাতিল আরও জানান, নিহতের মোবাইলের কল রেকর্ড থেকে বৃদ্ধর ছক সম্পর্কে জানা যায়।

কল রেকর্ড পরীক্ষা করে দেখা যায়, ১৪ জুলাই রাতে নিহত ক্ষেতেই ছিলেন। পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলে রাতে মাঠেই থাকত। পরিবারের লোকজন গ্রামে বাড়িতে থাকতেন।

জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ছেলের দেহ যেখানে পোঁতা হয়েছিল, সেই জায়গাটিও সে পুলিশকে দেখিয়ে দেয়। পুলিশ পচা-গলা দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার কথা পুত্রবধূ জানতেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।